সাংবাদিক নাদিম হত্যায় গ্রেপ্তার নয়ন রিমান্ডে
সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় আরও একজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার (৩ জুলাই) রাতে নয়ন মিয়া নামের ওই আসামিকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার তাকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে রিমান্ডে পাঠান। এর আ প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামির জামিন নামঞ্জুর করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী এসব তথ্য জানিয়েছেন। এই আইনজীবী জানান, সোমবার দিনগত রাত ২টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে নয়ন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে, তাকে মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ বিকেলে ডিবি পুলিশ তাকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে জুডিসিলায় ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ নয়নের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, একই আদালতে বাবুসহ ১০ আসামির জামিনের আবেদন করে বিবাদীপক্ষ। বিচারক দুপক্ষের যুক্তিতর্ক শুনে সকল আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।