আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতো আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকা মহানগরসহ জেলা পর্যায়ে পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ। ক্ষমতাসীন সরকারের উসকানি মোকাবিলা করে এই পদযাত্রা সফল করার জন্য আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলটি।
আজ শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানায় দলটির কেন্দ্রীয় নেতারা।
সভায় গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, ‘১২ জুলাই বিরোধী দলসমূহের যৌথ ঘোষণার মধ্য দিয়ে আন্দোলন নতুন স্তরে প্রবেশ করেছে। যুগপৎ আন্দোলনের এক দফা ও সংস্কারের ৩১ দফা বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে নতুন গুণগত উপাদান যুক্ত করেছে। জবরদখলকারী সরকার ও জবাবদিহিহীন রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্যই যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৮ ও ১৯ জুলাই মহানগর ও জেলা পর্যায়ের পদযাত্রা সফল করতে হবে।’
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া।