ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। আজ শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন—দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেত্রী শাম্মি আহমেদ, ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জহির, ড. সেলিম মাহমুদ ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান সেলোরি রিকার্ডোর নেতৃত্বে ইইউর চারজন প্রাক প্রতিনিধি দলের সদস্য এ বৈঠকে অংশে নিয়েছেন।
এর আগে, সকালে বিএনপির চেয়ারপারসের গুলশান কার্যালয়ে বৈঠক করেন দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধি দলের সদস্যরা। বিএনপির বৈঠকে নেতৃত্ব দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রাক-তথ্যানুসন্ধানী দল গত রোববার ভোরে ঢাকায় আসেন। ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় থাকবেন।
সফররত ইইউ প্রতিনিধিদল যে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবেন, তার ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনের আগে এখানে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সবশেষ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে পর্যবেক্ষক পাঠায়নি।