পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক
পাবনার ঈশ্বরদীতে বাস ও ট্রাকের সংঘর্ষে ভরত চন্দ্র সরকার (৩০) নামের বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। আজ শনিবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কের মুলাডুলি কৃষি ফার্ম এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ভরত চন্দ্র সরকার রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজশাহীর দিক থেকে রাব্বি পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। মুলাডুলি কৃষি ফার্ম অতিক্রমকালে যান দুটির মুখোমুখি সংঘর্ষের হয়। এতে বাস ও ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাসটির সুপারভাইজার।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিস কুমার সান্যাল বলেন, ‘মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’