আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা শুক্রবার
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আগামীকাল শুক্রবার (২১ জুলাই) অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার (১৯ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বর্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল ২১ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।