ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স গঠন
ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরদের আহ্বায়ক করে প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম নেওয়ার জন্য সাত সদস্যবিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করে করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজননস্থলের তালিকা প্রস্তুতকরণ। যেমন—নির্মাণাধীন ভবন, সুউচ্চ ভবন, টিনশেড বাড়ি, সরকারি অফিস, বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, হোস্টেল, ছাদ বাগান, পরিত্যক্ত বাড়ি, জলাশয়, ড্রেন, খোলাবাজার ইত্যাদি।
এছাড়া, লার্ভা শনাক্তকরণ ও ধ্বংস করা এবং তালিকা প্রস্তুতকরণ, ডেঙ্গু রোগীর তালিকা প্রস্তুতকরণ এবং ডাটা এন্ট্রি করা কমিটির দায়িত্ব।