ফাঁকা রাজধানী ঢাকা!
বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ আগামীকাল শুক্রবার। এর আগেই আজ অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকার সড়ক। কম গণপরিবহণ। তেমন দেখা যায়নি রাইড শেয়ারের মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, লেগুনা, রিকশাও। যা আছে, তাতে চলাচল করতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। তবে, যানজট না থাকায় বেশ স্বস্তিতে তারা। আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান, রামপুরা, বাড্ডা, মহাখালী, বনানীসহ একাধিক এলাকায় খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার সমাবেশের কথা ছিল দুই দলের। পরে তা স্থগিত করে শুক্রবার করার সিদ্ধান্ত নেয় তারা। নয়াপল্টনে মহাসমাবেশের কথা জানিয়েছে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান। এর আগে আজ সকাল থেকেই যেন রাজধানী ঢাকার সড়কে ছিল এই দুই দলের সমাবেশের প্রভাব। অন্যদিনের মতো দেখা যায়নি যানবাহন। প্রধান সড়ক ছাড়া অলিগলিও ছিল অনেকটাই ফাঁকা।
গুলিস্তান থেকে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী খন্দকার গোলাম আলী কারওয়ান বাজার পৌঁছে জানান, গুলিস্তানে তিনি অন্যদিনের মতো তেমন যানবাহন দেখতে পাননি। সড়কে যানজট দেখতে পাননি। সিগন্যালও ছিল না।
রামপুরার বাসিন্দা রফিক আলম জানান, এলাকায় অন্যান্য দিন অনেক যানজট পোহাতে হয়। কিন্তু আজ যানজট ছিল না বললেই হয়। তিনি বলেন, ‘যানবাহন না থাকায় রিকশা ও অটোরিকশা ভাড়া বাড়িয়ে দিয়েছে।’
আজিমপুর থেকে বাংলামোটর পর্যন্ত ৯০ টাকা রিকশাভাড়া নিয়েছে বলে জানান এক যাত্রী। তিনি বলেন, ‘রাস্তায় তেমন যানবাহন নেই। অন্যদিন ভাড়া ৭০ টাকা নেয়। আজ নিয়েছে ৯০ টাকা।’