কে কোথায় পেল সমাবেশের অনুমতি
অবশেষে নিজেদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি ও আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন। যদিও জুড়ে দেওয়া হয়েছে ২৩ শর্ত। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান। এসময় তিনি আজ সমাবেশ না করায় দুদলকে ধন্যবাদ জানান।
খন্দকার গোলাম ফারুক বলেন ‘বিএনপি এবং আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের মোট ২৩টি শর্তে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো।’ তিনি আরও বলেন, ‘তাদের চাওয়া মতো নির্ধারিত স্থানেই সমাবেশ করতে দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি।’ সে হিসেবে আগামীকাল বিএনপি রাজধানীর নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল।
গোলাম ফারুক আরও জানান, কোনো কুচক্রীমহল যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি সমাবেশ এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘সমাবেশের সময় বিএনপির নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এ ছাড়া নির্ধারিত এই সীমানার বাইরে সমাবেশের মাইক টানানো যাবে না। আর আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ এলাকা পর্যন্ত জমায়েত হতে পারবেন।’ তিনি বলেন, ‘দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় এবং কালভার্ট রোড এই অংশে দুই দলের কেউই জমায়েত হতে পারবে না। এখানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘কোনো দলই সমাবেশে লাঠি-শোঠা আনতে পারবে না। কোনো ব্যাগ বহন করা যাবে না। রাষ্ট্রদ্রোহ কোনো বক্তব্য দেওয়া যাবে না। স্ব-স্ব দলের স্বেচ্ছাসেবক কর্মী যেন থাকে। উভয় পক্ষেরই কোনো নেতাকর্মী যেন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’