প্রস্তুত শান্তি সমাবেশ মঞ্চ, অপেক্ষায় আ.লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের শান্তি সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করেছে দলগুলো। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রস্তুত হচ্ছে মঞ্চও। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় পৌঁছেছে নেতাকর্মীরা। সংগঠনের দায়িত্বশীল পর্যায়ের দাবি, ছয় থেকে সাত লাখ নেতাকর্মীর জমায়েত হতে পারে এই শান্তি সমাবেশে।
আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। আজ বিকেলে ডিএমপির পক্ষ থেকে ২৩ শর্তে শান্তি সমাবেশের অনুমতি পায় দলগুলো। পরে তৈরি শুরু হয় মঞ্চ। রাতের মধ্যেই এই মঞ্চ প্রস্তুত হয়ে যাবে বলে জানা গেছে।
তিন সংগঠনের ব্যানারে অনুষ্ঠেয় এই সমাবেশে অতিথি হবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবমিলিয়ে সমাবেশ আয়োজনের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চান না সংশ্লিষ্টরা।
যুবলীগ সূত্র জানিয়েছে, তিন সংগঠনের বিভিন্ন সাংগঠনিক থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে কমপক্ষে ছয় লাখ নেতাকর্মী শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেবেন। এ লক্ষ্যে এরই মধ্যে তারা সব প্রস্তুতিও শেষ করেছেন।
স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘শুধুমাত্র স্বেচ্ছাসেবক লীগের দক্ষিণ থেকেই এক লাখ নেতাকর্মী এই সমাবেশে যোগ দেবেন। সেই সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ তো আছেই।’
ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের মঞ্চ তৈরি হচ্ছে। রাতেই তৈরি হয়ে যাবে। সমাবেশকে সামনে রেখে সকল ধরণের প্রস্তুতি আমরা শেষ করেছি। আমরা আশা করি, ছাত্রলীগ থেকে ৫০-৬০ হাজার নেতাকর্মী যোগ দেবেন।’