বৃষ্টি উপেক্ষা করে চলছে আ.লীগের শান্তি সমাবেশ
বৃষ্টি উপেক্ষা করেই চলছে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের শান্তি সমাবেশ। আজ শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশ। এর আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এরপরে আসে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের জয় বাংলা স্লোগানে মুখর সমাবেশস্থল।
পরে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শান্তি সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন সংগঠনের ব্যানারে অনুষ্ঠেয় এই সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিশেষ অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।