আ.লীগের দুপক্ষের হামলায় নিহতের নাম মোবাশ্বের, দাবি চেয়ারম্যান শাহীনের
রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মারা গেছেন একজন। আজ শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তারা সমাবেশ থেকে ফিরছিলেন। আজ রাত ১১টা পর্যন্ত আহতদের নাম জানাতে পারলেও নিহতের বিষয়ে কিছুই বলতে পারেননি অভিযোগকারী নেতাকর্মীরা, পুলিশ কিংবা অন্য কোনো মাধ্যম। তবে, রাত সোয়া ১১টায় তার নাম নিশ্চিত করেছেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
এক প্রশ্নের জবাবে শাহীন বলেন, ‘হামলাটি আমার লোকজনের ওপরে হয়েছে। কামরুল ইসলামের লোকজনই ঘটিয়েছে। এই হামলার চিত্র সিসিটিভি ফুটেজে আছে, ড্রোনেও আছে, জনগণ দেখেছে। কামরুল ইসলামের নির্দেশে হোসেন কমিশনারের নেতৃত্বে এই হামলা হয়েছে।’
কখন কীভাবে এই হামলা হয়, জানতে চাইলে শাহীন বলেন, ‘প্রায় পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে আমি সমাবেশে যোগ দেই। ফেরার পথে পার্টি অফিসের কাছে পৌঁছালে মিছিলের পেছন থেকে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। ধারাল অস্ত্র দিয়ে তারা নেতাকর্মীদের কোপায়।’ নিহতের নাম জানতে চাইলে তিনি জানান, তার নাম মোবাশ্বের। তিনি কেরাণীগঞ্জে বসবাস করেন।
এদিকে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে গণমাধ্যম থেকেই আমি শুনছি। কে কাকে মেরেছে, তা তো জানি না। আমি এখনও কিছুই বলতে পারছি না। তবে, এই হামলায় আমার কোনো লোক জড়িত নয়।’