তারেক-জুবাইদার রায়ের প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ
দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। গত বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে তিন কোটি টাকা এবং জুবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
দুদকের মামলার ওই রায় সরকারের ‘ফরমায়েশি’ দাবি করে এর প্রতিবাদে আজ শুক্রবারও (৪ আগস্ট) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। আজ বিকেলে কেডিঘোষ রোডে দলের কার্যালয়ের সামনের সড়কে এই প্রতিবাদ সমাবেশ হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান। প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেটড শফিকুল আলম মনা।
সভায় আরও বক্তব্য দেন শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, তাজিম বিশ্বাস প্রমুখ।
আইয়ুব আলী, ময়মনসিংহ
তারেক রহমান-জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরে দলীয় অফিসের সামনে এসব কর্মসূচি পালন করে ময়মনসিংহ উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর ইউনিট।
সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলার আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, মহানগর আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, জেলার যুগ্ম আহ্বায়ক ডা মোফাখারুল ইসলাম রানা, মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ প্রমুখ। পরে একটি প্রতিবাদ মিছিল বের করেন নেতারা।
আকতার ফারুক শাহিন, বরিশাল
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সভা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডে দলের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন পান্না, সদর উপজেলা বিএনপির জিয়াউল হক সাবু প্রমুখ।
বক্তারা বলেন, ভোটচোর সরকার ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগকে ব্যবহার করে তারেক রহমান ও জুবাইদা রহমানকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়েছে। আবার ক্ষমতা দখলের জন্য তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা দখলের অপচেষ্টা পূরণ হবে না। কারণ দেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে। তার জনপ্রিয়তা কারণেই সরকার ইর্ষান্বিত হয়ে ফরমায়েশি রায় দিয়েছে। এই রায় দিয়ে বিএনপির নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। আমরা সর্বশক্তি নিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষের অধিকার আদায় করে তারপর ঘরে ফিরব।
মুঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেল দিকে জেলা শহরের মুক্তারপুর পান্না সিনেমা হলের সামনে কয়েক শতাধিক নেতাকর্মীর নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে একই স্থানে তারা প্রতিবাদ সমাবেশ করে।
মুন্সীগঞ্জে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপিনেতা শাহজাহান খান, আলহাজ মোমেন আলী, আলী আজগর রিপন মল্লিক, আব্দুল কুদ্দুস, এ কে এম ইরাদত, অ্যাডভোকেট মাহবুবুর আলম স্বপন, তারেক কাশেম খান মুকুল প্রমুখ।
বিএনপির এই প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘিরে শহরে ব্যাপক পুলিশ মোতায়ান করা হয় বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
সমাবেশে নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে সরকারের নির্দেশে। এই রায় বিএনপি মানে না। অবিলম্বে এই রায় বাতিলের দাবিও জানান তাঁরা।
এম মুনীর চৌধুরী, নড়াইল
তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায়ের প্রতিবাদে নড়াইলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সম্পাদকের বাসভবনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো মনিররুল ইসলাম, বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল প্রমুখ।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা বিএনপি। আজ বিকেলে জেলা শহরের খন্দকার দেলোয়ার হোসেন কলেজ মাঠে বিএনপি এই বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিনাহ কবির, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান প্রমুখ।
ফারুক হোসেন, দিনাজপুর
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সাজার রায়ের প্রতিবাদে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শরিফ জাকির হোসেন হিরা, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের সাজা বাতিলের দাবি জানান।
নাসির আহমেদ, গাজীপুর
ফরমায়েশি রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে যৌথ উদ্যোগে আজ বিকেলে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে হয় জেলা ও মহানগর বিএনপির।
জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য শ্রমিকনেতা হুমায়ুন কবির খান, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, ডা. মাজহারুল ইসলামসহ জেলা ও মহানগরের সিনিয়র নেতারা।। এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সেখানে সমবেত হয়।
বক্তারা আদালতের রায়কে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ফরমায়েশি রায় দাবি করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৫টায় জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে শহর বিএনপির কার্যালয় হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ আগে শহরের বিভিন্ন মোড় হতে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে সমাবেশস্থলে আসে।