দেশীয় অস্ত্রসহ নারায়ণগঞ্জে টাইগার গ্রুপের আট সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান হৃদয়সহ গ্রুপটির আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৭ আগস্ট) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে, তল্লাশি করে তাদের কাছ থেকে ছয়টি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু, একটি ক্ষুর ও ছিনতাই করা মোবাইলফোন জব্দ করা হয়।
হৃদয় ছাড়া বাকি গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজালাল (২৫), জুয়েল (২৬), রানা (২১), জাহাঙ্গীর আলম (২০), রাসেল (২১), সাগর (২৩) ও রনি (২০)।
এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
র্যাবের দাবি, কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে ছিনতাই, বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে আসছে টাইগার গ্রুপটি।
রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা টাইগার গ্রুপের ব্যানারে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় ছিনতাই ও বিশৃঙ্খলা করতো।
গ্রেপ্তার হওয়া হৃদয়ের বিরুদ্ধে দুটি, শাহজালালের বিরুদ্ধে একটি, রানার বিরুদ্ধে একটি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’