বিএনপি লাখ লাখ ডলার খরচ করে কিছু বিবৃতি এনেছে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির কোনো লাভ হয়নি। লাখ লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করে কিছু বিবৃতি আনতে পেরেছে মাত্র।
জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার (১৪ আগস্ট) ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী আরও বলেন, আমরা এখনো জঙ্গি পুরোপুরি নির্মূল করতে পারিনি। তবে জঙ্গি দমন করেছি। আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম যদি বিএনপি জঙ্গিগোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা না করতো। জঙ্গিগোষ্ঠীকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদের কোনো বিদেশি শক্তি সমর্থন করে না।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি কেউ সমর্থন করে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন সুর পরিবর্তন করেছে। বিএনপি নেতারা বলছেন- ভারত, আমেরিকা, যুক্তরাজ্য কী বললো, তাতে তাদের কিছুই যায় আসে না। তারা আন্দোলন করে সরকারের পতন ঘটাবে। বিএনপি নির্বাচনে না এলে অনেক পিছিয়ে যাবে।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম প্রমুখ।