ডেঙ্গুতে ৯ মৃত্যুর দিনে হাসপাতালে ১৯৬০
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও নয়জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃতদের মধ্যে পাঁচজনই ঢাকার। আর বাকি চারজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৬০ জন।
আজ শনিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৬০জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৩ জন। একই সময়ে ঢাকার হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯১২ জন।
বর্তমানে দেশে সর্বমোট আট হাজার ২৩৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৮৪৬ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৩৯০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক লাখ ১২ হাজার ১৮৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪৯ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে ৫৪ হাজার ১৬৪ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক লাখ তিন হাজার ৪১১ জন। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার ৯২ শতাংশ।
চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর ৩৯৬ জনই মারা গেছে ঢাকায়। আর ঢাকার বাইরে মারা গেছে ১৪১ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।