‘আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট’
এখন থেকে কোন মামলায় আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবে না হাইকোর্ট। ফের এমন নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ আজ রোববার (২৭ আগস্ট) এ আদেশ দেন।
এসময় গৃহকর্মী নির্যাতনে সৈয়দ আশফাক ও তার স্ত্রীকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করে দেন আপিল বিভাগ। সেইসঙ্গে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে যে জামিন নিয়েছিলেন তাও বাতিল করে দেন। একইসঙ্গে তাকে নতুন করে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
গত ৪ আগস্ট ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি ভবনের ৮ তলা থেকে পড়ে আহত হন এক এক শিশু গৃহকর্মী। পরে ৯ বছরের শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার দুদিন পর শিশুটির মা গৃহকর্তার বিরুদ্ধে মামলা করেন।
গৃহকর্তা সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার এবং আসমা আক্তার শিল্পী নামে অন্য একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
গত ৬ অক্টোবর মোহাম্মদুপুর থানায় মামলাটি দায়ের করা হয়। ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, ‘নির্যাতন, পরিবারের সাথে দেখা করতে না দেওয়া এবং নিয়মিত খেতে না দেওয়ার অভিযোগ করেছে তার মা। শিশুটি বাসা থেকে চলে যেতে চেয়েছিল, না পেরে লাফিয়ে পালাতে চেয়েছিল।’