অভিন্ন শত্রুদের বিরুদ্ধে ডাক দিতে এসেছি : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি আপনাদের ডাক দিতে এসেছি, অভিন্ন শত্রুদের বিরুদ্ধে একত্রিত হতে। সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।
আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সামনে একটা নির্বাচন, আমাদের জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে আমি আপনাদের ডাক দিতে এসেছি, অভিন্ন শত্রুদের বিরুদ্ধে একত্রিত হতে। যারা একুশে আগস্ট, ১৫ আগস্ট ঘটিয়েছে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা, নাম বলতে আমি বাধ্য, বিএনপি। এই দলটি সাম্প্রদায়িকতার ঠিকানা, জঙ্গিবাদের ঠিকানা।’
ওবায়দুল কাদের বলেন, ‘এই অপশক্তির যারা পৃষ্ঠপোষক। তাদের বিরুদ্ধে আমরা মুখোমুখি। আমাদের মোকাবিলা করতে হবে। আমাদের ভুলত্রুটি আছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের যে চেতনা, সেই চেতনা আমাদের আছে। আমাদের আপনাদের, সবার একই চেতনা।’