দশ বছর সাজা এড়াতে ৩২ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে দীর্ঘ ৩২ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
র্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৭ জানায়, এর আগে গতকাল সোমবার দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মোহাম্মদ জাফর (৫৭)। তাঁর বাড়ি উপজেলার পারুয়াপাড়ায়।
তাপস কর্মকার জানান, আনোয়ারা থানার মামলার পলাতক আসামি মো. জাফর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্মবেশে চট্টগ্রাম নগরীতে অবস্থান করছে মর্মে গোয়েন্দা তথ্য নিশ্চিত হয়ে র্যাবের একটি আভিযানিক দল পতেঙ্গা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তারা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাবের জিজ্ঞাসাবাদের ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ ৩২ বছর আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলেও দাবি করেন তাপস কর্মকার।