শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ চুরি : রাজস্ব কর্মকর্তাসহ আটজন রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহীসহ আটজনের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোজাফফর আলী গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়ে বলেন, ‘ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন।’
জিআরও আরও বলেন, ‘আসামিরা হলেন—সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন।’
নথি থেকে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বিমানবন্দর থানায় মামলাটি করেন।
এজাহারে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের স্বর্ণ চুরির ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে। পরদিন ৩ সেপ্টেম্বর রাতে বিষয়টি জানাজানি হয়। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। মামলার পরে আজকের রিমান্ডে পাওয়া আসামিদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর চার রাজস্ব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—সহকারী রাজস্ব কর্মকর্তা সাইদুল ইসলাম সাহেদ, শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।