মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে ৯ দোকান ভস্মীভূত
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে নয়টি দোকান ভস্মীভূত হয়েছে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট সড়কের পাশে বাদল শেখের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই মার্কেটে থাকা একটি খাবার হোটেল, তিনটি মুদি দোকান, সেলুনসহ নয়টি দোকান পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুজয়ের সেলুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিভেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেলুন ঘর থেকে বৈদ্যুতিক শট-সার্কিটে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।