স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ তিনজন আটক
নুর ইসলাম নামের এক ইলেক্ট্রিক মিস্ত্রিকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকায়।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে তাঁর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত নুর ইসলামের স্ত্রী আসমা বেগম, স্ত্রীর দুই ভাই মোজাফফর ও শাহজালালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত নুর ইসলামের স্বজনরা জানান, তিনি স্ত্রীর জায়গায় বাড়ি করে বসবাস করছিলেন। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে। কিন্তু প্রায় সময়ই তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো।
ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, নুরুল ইসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় রাখলেও তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও স্ত্রীর দুই ভাইকে আটক করা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।