খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনে দলটির সমাবেশ শুরু হয়েছে। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। এরপর সামনে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ। সমাবেশে যোগ দিয়েছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।
এছাড়া সমাবেশে বিএনপি, অঙ্গদলগুলো এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দিয়েছেন।