ফরিদপুরে ডেঙ্গুতে তিন নারীসহ আরও পাঁচ মৃত্যু
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিস থেকে পাঠানো ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গুতে নতুন করে মারা যাওয়া ব্যক্তিরা হলেন-ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নব বেগম, সদরপুর উপজেলার লাবণী, ভাঙ্গা উপজেলার সমীর সরকার, সানজিদা ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মধুসূধন বিশ্বাস।
এ বিষয়ে ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে রেকর্ড ২৬২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৮১০ জন চিকিৎসাধীন রয়েছেন।’
সিভিল সার্জন আরও বলেন, ‘এ পর্যন্ত ফরিদপুরে ১১ হাজার পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে ১০ হাজার ১৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’