গণমাধ্যমের ওপর ভিসা নীতি স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমকর্মীরা মনে করেন, গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের শামিল।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী শহরের পাঠানপাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজশাহী মহানগর ও জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
বিএনপিকে সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বিএনপি ছাগলের তিন নম্বর ছানা।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মার্কিন ভিসা নীতি নিয়ে অনেক কথা। তিনি বলেন, এটি নিয়ে আমরা মাথা ঘামাই না। তারা (যুক্তরাষ্ট্র) কারে ভিসা দেবে, কারে দেবে না, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।