ফরিদপুরে ডেঙ্গুতে শিশু ও দুই নারীর মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিনই আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯-এ।
আজ রোববার (১ অক্টোবর) সিভিল সার্জন অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার ধর্মতি গ্রামের সাইদুর রহমানের দুই মাস বয়সী শিশু কন্যা আল সামি, সালথা উপজেলার চরকান্দিয়া গ্রামের আনোয়ারা বেগম (৪৫) ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাজেদা বেগম (৪০)।
জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, ‘নতুন করে মারা যাওয়া রোগীরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শনিবার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।’
ছিদ্দিকুর রহমান আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ২৯৩ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৭৬৫ রোগী চিকিৎসাধীন রয়েছেন।’
জেলা সিভিল সার্জনের তথ্য মতে, এ পর্যন্ত ফরিদপুরে ১২ হাজার ৩১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৪৯০ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।