চট্টগ্রামের বায়েজিদে আমিন কলোনির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামের বায়েজিদে আমিন কলোনির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ভোর ৫টার দিকে বায়েজিদের আমিন জুটমিল সংলগ্ন আমিন কলোনির বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও বস্তির দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। ঘিঞ্জি এলাকা হওয়ার পাশাপাশি আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল বাহিনীর সদস্যদের।