বিএনপির পেইড এজেন্টরা রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে : তথ্যমন্ত্রী
গুজব ছড়াতে বিএনপি সারা দেশে পেইড এজেন্ট নিয়োগ দিয়েছে। এসব এজেন্টরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সারা দেশে পেইড এজেন্ট নিয়োগ করে অব্যাহতভাবে গুজব ছড়াচ্ছে। আমরা এগুলোকে আমলে নিচ্ছি না। বিএনপি ও তাদের পেইড এজেন্টরা শুধু সরকারের বিরুদ্ধেই নয়, রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপিকে সমাবেশ করার জন্য সরকার সব ধরনের নিরাপত্তা দিয়ে আসছে। অথচ, তারা এসব সমাবেশ থেকেই সরকার পতনের হুমকি দিচ্ছে। বিএনপি নেতাদের আত্মপোলব্ধি করা উচিত।’
খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখন কারাগারে থাকার কথা। শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে তাঁকে (খালেদা জিয়া) নিজ বাসায় থেকে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। বিএনপি নেতারা এটা এখনও টের পাচ্ছেন না। তাঁকে আবার কারাগারে নিলে তখন হয়তো তারা টের পাবেন, মহানুভবতা কাকে বলে।’