রোদ ঝলমল সকাল, শ্রমজীবীদের ঠোঁটে হাসি
কয়েকদিনের টানা ভারী বর্ষণে তলিয়ে ছিল রাজধানীর বিভিন্ন এলাকা। এতে স্বাভাবিক কার্যক্রমে পড়েছিল ভাটা। গতকাল শুক্রবার রাতেও ছিল মুষলধারা। তবে, সোনালি আলো উঁকি দেয় আজ ভোরে। সকালটা এখন রোদ ঝলমল। এতে হেসে উঠেছেন দিন এনে দিন খাওয়া মানুষগুলো। যদিও এদিন দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ঝড়-বৃষ্টিও।
আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার ছিল বেশ সরগরম। মাথায় ঝুড়ি নিয়ে কর্মব্যস্ত ছিলেন শ্রমিকরা। সবজি, তরিতরকারি নিয়ে ছুটছিলেন তারা। আজিমপুর, পলাশী, শাহবাগ, কাটাবন, হাতিরপুল হয়ে এফডিসি, হাতিরঝিল—আজ সকালে এসব এলাকায় ছিল আগের দৃশ্য। সড়কেও দেখা যায় যানবাহনের ভিড়।
রিকশাচালক মো. নজরুল বলেন, ‘গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আয় ছিল না। অনেক কষ্টে কেটেছে। আজ মনে হচ্ছে বৃষ্টি হবে না।’ বৃষ্টির সময় বেশি ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বৃষ্টির সময় একটু বেশি ভাড়া আমরা নিই। তবে, তার কারণ আছে। স্বাভাবিক সময় যত যাত্রী পাই, বৃষ্টিতে তা পাই না। আবার বৃষ্টিতে ভিজে বেশি সময় রিকশা চালানো যায় না। শরীর খারাপ করে। তাই বেশি ভাড়ায় কিছু সময় চালিয়ে ঘরে ফিরতে হয়। সংসার তো চালানো লাগবে।’
সবজি মাথায় নিয়ে যাচ্ছিলেন শরিফুল। তিনি বলেন, ‘আজ রোদ উঠেছে। বেশ ভালোই লাগছে। কাজ করে খাই। বৃষ্টিতে আমাদের তেমন কাজ থাকে না। সমস্যা হয়।’
এদিকে, টানা বৃষ্টিতে এরই মধ্যে গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তর বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানিয়েছিল, কমতে পারে বৃষ্টি। তাদের আভাস সত্য হলো। রোদ ঝলমল রাজধানী যেন হাসছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগজুড়ে রয়েছে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত।