বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠক সোমবার
বাংলাদেশের সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠকে বসবে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।
আজ রোববার (৮ অক্টোবর) দুপুরে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন বলেও জানান শায়রুল।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পৌঁছায় ঢাকা সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদল। তাদের সঙ্গেও একইদিন সোমবার বেলা সাড়ে ১২টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। এসময়ের মধ্যে নির্বাচনের পরিবেশসহ নানা বিষয় নিয়ে বৈঠক ও আলোচনা করবে প্রতিনিধি দলটি।
ঢাকায় অবস্থানকালে প্রতিনিধিদল বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সংগঠনসহ বিভিন্ন নির্বাচনি অংশীজনদের সঙ্গে দেখা করবে।