মুখে ফিডার দিয়ে কেউ ক্ষমতায় বসাবে না, বুঝে গেছে বিএনপি : তথ্যমন্ত্রী
মুখে ফিডার দিয়ে বিএনপিকে কেউ ক্ষমতায় বসাবে না, তারা তা বুঝতে পেরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার (৮ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়রে সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা ভেবেছিলেন, তাদের কেউ ক্ষমতায় বসিয়ে দেবে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর তারা বেশ খুশি হয়েছিলেন। খুব উৎফুল্ল ভাব ছিল তাদের মধ্যে। কিন্তু, ধীরে ধীরে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। এখন তারার বুঝতে পেরেছে কেউ তাদের মুখে ফিডার দিয়ে ক্ষমতায় বসাবে না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচনে বাধা দেবে, তাদের সবার ওপর ভিসা নীতি প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র, সেটিও অনুধাবন করতে পেরেছে তারা (বিএনপি)। এ জন্য কর্মীদের আন্দোলন করতে বলছে তারা। তাদের অনুরোধ করব, নির্বাচন বাধাগ্রস্ত করার পথ পরিহার করে নির্বাচনে আসার জন্য।’
যথা সময়ে নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপিরও অনেকে নির্বাচনে অংশগ্রহণ করবে। ইতোমধ্যে তৃণমূল বিএনপিতে কয়েকজন বিএনপি নেতা যোগদান করেছে।’