মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩৭
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি গণমাধ্যমে বলেন, আসামিদের কাছ থেকে ৩৮৬৩ টি ইয়াবা, ২২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৪৭ দশমিক ২ গ্রাম হেরোইন, ৪০ বোতল দেশি মদ, ৩৫ বোতল ফেনসিডিল ও ৩৭৫ বোতল হুইস্কি জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।