বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল
খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টায় নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে মহানগর ও উত্তর জেলা বিএনপি। পরে নগরীতে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল প্রমুখ।
বক্তারা বলেন, অবৈধ হাসিনা সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখতে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। দিন দিন খালেদা জিয়া অসুস্থ হয়ে গেলেও সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছে না। তাই দেশ ও জনগণের স্বার্থে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার দাবি জানাচ্ছি।