নির্বাচনের মাঠ খালি রাখতেই বিএনপি নেতাদের কারাদণ্ড : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের মাঠ খালি রাখতেই বিএনপিনেতাদের কারাদণ্ড দেওয়া হচ্ছে। আজ সোমবার (৯ অক্টোবর) দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের কারাদণ্ড দিলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘আমরা আগেই বলেছি, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারের নির্বাচনী মাঠ খালি রাখতেই এলাকায় জনপ্রিয় নেতাদের সাজানো মামলার কারাদণ্ড দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। এই সব রায় ফরমায়েশি রায়।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘এতদিন রায় দিল না, অথচ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ শূন্য রাখতে দিনরাত কোর্ট বসিয়ে একদিনে ১৫ থেকে ২০ জন সাক্ষী এনে মামলা দ্রুত নিষ্পত্তি করে নেতাদের জেলে ঢোকানো হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘জেল-জুলুম দিয়ে, ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি নির্বাচনে যাবে না এবং একদলীয় নির্বাচন এদেশে হতে দেবে না।’
রাজধানীর ভাটারা থানার একটি নাশকতা মামলায় এদিন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন এবং আসামিদের অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেন।