বিএনপির মিডিয়া সেলে যুক্ত হলেন আরও চারজন
বিএনপির মিডিয়া সেলে আরও চারজনকে যোগ করা হয়েছে। আজ সোমবার (৯ অক্টোবর) বিকেলে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মিডিয়া সেলের নতুন সদস্যরা হলেন–ব্যারিস্টার আবু সায়েম, ডা. মোস্তফা আজীজ সুমন, মাহমুদা হাবীবা, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
শায়রুল কবির খান বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ওই চারজনকে মিডিয়া সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’