খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বিএনপির মতোই কথা বলে : তথ্যমন্ত্রী
বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডকে ‘দলীয় মেডিকেল বোর্ড’ বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বেগম জিয়ার সর্বোচ্চ স্বাস্থ্যসেবার জন্য সরকার আন্তরিক। চাইলে বাইরে থেকেও চিকিৎসক আনাতে পারেন তারা (খালেদা জিয়ার স্বজন)।
সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়াপরসন খালেদা জিয়া। তার চিকিৎসা চলছে রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা বিদেশে করার অনুমতি চেয়ে করা হয়েছিল আবেদন, সেটি নাকচ হয়েছে। তবে, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন, তাকে সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়া উচিত।
তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে এটি দলীয় মেডিকেল বোর্ড। তারা বিএনপির মতোই কথা বলছে। বেগম জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সে জন্য সরকার আন্তরিক। তার যতো ধরণের সহযোগিতা প্রয়োজন সরকার সেটি করছে ও প্রয়োজনে আরও করবে। বাইরের চিকিৎসক আনার প্রয়োজন পড়লে তাও তারা আনতে পারেন।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশের আদালত স্বাধীনভাবে কাজ করে। ফরমায়েশি রায় দেয় না। আদালত স্বাধীনভাবেই বিএনপি নেতাদের সাজা দিয়েছে। বিএনপির নেতারা যদি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হন, তাহলে উচ্চ আদালতে যেতে পারেন। আরও দুই স্তরের উচ্চ আদালত আছে।’
দেশ বা আদালত কোনোটির ওপরেই বিএনপির আস্থা নেই জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম খালেদা জিয়ার মামলায় ১০০ বারেরও বেশি তারিখ পেছাতে হয়েছে। সে জন্যই তারা এগুলো বলে। দেশে আইন ও আদালত স্বাধীনভাবেই কাজ করে। সে কারণে আওয়ামী লীগ নেতারও বিচার ও শাস্তি হয়।’