বেগম খালেদা জিয়ার সুস্থতায় দুস্থদের খাবার বিতরণ করলেন রিজভী
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বুধবার (১১ অক্টোবর) বাদ জোহর রাজধানীর হাইকোর্ট সংলগ্ন মাজারের মসজিদে দুস্থদের মাঝে এ খাবার বিতরণ করেন রিজভী। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সহসম্পাদক সোহেল রানা, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, বিএনপিনেতা শাহ আলম বেপারী এবং অন্যান্য নেতাকর্মীরা।