খাগড়াছড়িতে বাস দুর্ঘটনায় নিহত ১
খাগড়াছড়িতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ১৪ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রোববার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে জেলার মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মাসুদ রানা। তিনি গাজীপুরের তোয়ালাতপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, রাতে শান্তি পরিবহণের একটি যাত্রীবাহী বাসটির চালক খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকিদের প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি ও চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকরা কাজ করছেন। নিহত ও আহতদের খোঁজ ও পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর হাসান জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সড়কে থাকা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।