বিএনপির ৫০ নেতাকর্মী কারাগারে
রাজধানীর রমনা থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৫০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারের আসামিদের মধ্যে আছেন—আবু সাইদ মো. রায়হান জনি, জসিম উদ্দিন, নুরুল আমিন, মাঈন উদ্দিন, লিটন মিয়া, মঈন উদ্দিন, আরশেদ আলী, সুলদান মাহমুদ, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর, আমজাদ হোসেন, মাহবুল, কামাল হোসেন, রুবেল, লিয়াকত, সাঈদ, সোহেল, আশরাফ হোসেন, মোফাজ্জল হোসেন, আলী আকবর, মনছুর তালুকদার, মনজিল, মুনিরুজ্জামান, তানজিল, সোহেল, মোতালেব, আনোয়ার হোসেন, হায়দার আলী, সেকেন্দার আলী প্রমুখ।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট্র আদালতে আজ ৫০ আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন একই জোনের সাব-ইন্সপেক্টর জামাল উদ্দীন মীর। অপরদিকে, আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, রাজধানীর রমনা থানাধীন বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয় আসামিদের। এরপরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ।