প্রস্তুত হচ্ছে আ.লীগের সমাবেশ মঞ্চ, লাগানো হচ্ছে মাইক
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) এ সমাবেশ হবে। এ উপলক্ষে আজ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ চলছে। এদিকে বিএনপিসহ আরো কয়েকটি রাজনৈতিক দলও আগামীকাল রাজধানীতে সমাবেশ করার কথা রয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে এ চিত্র দেখা যায়। এদিকে, সমাবেশ উপলক্ষে বিভিন্ন সড়কে মাইক লাগাতে দেখা গেছে।
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা। তবে, সকাল ১১ থেকে সাংস্কৃতি অনুষ্ঠান চলবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি বলেন, মূল সমাবেশ আড়াইটায় হলেও ১১টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি আরও বলেন, ‘আগামীকাল আওয়ামী লীগ শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দেবে অশান্তির বিরুদ্ধে এই দলের অবস্থান।