জনগণের চলাচলে বাধা দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল রোববার (২৯ অক্টোবর) হরতালের ডাক দিয়েছে। সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে তারা। তবে, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাভাবিক চলাফেরা জনগণের মৌলিক অধিকার। জনগণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের জনগণের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা বিধান বাংলাদেশ পুলিশের আইনি দায়িত্ব। পুলিশ জনগণকে সকল ধরনের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
চলাফেরার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হলে বা আইনি সহায়তার প্রয়োজন হলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয় ওই বিবৃতিতে। বলা হয়, ‘নাগরিকদের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ পুলিশ সব সময় পাশে রয়েছে।’