অপরাধীদের বিচারের আওতায় আনা হবে : তথ্যমন্ত্রী
অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবারের (২৮ অক্টোবর) সহিংসতা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখে ফেরার পথে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। আজ ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছে। দেড়শর বেশি পুলিশ সদস্য আহত হয়েছে। একজন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাধারণ মানুষের ওপরও হামলা হয়েছে। এই ভয়ঙ্কর অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘সমাবেশের নামে বিএনপি-জামায়াতের নৃশংস হামলায় আহত সাংবাদিক, পুলিশ সদস্য, দলীয় নেতাকর্মীসহ চিকিৎসাধীন সকলকে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ও দলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা রাজারবাগ পুলিশ হাসপাতালেও যাব।’
সাংবাদিকদের কী অপরাধ প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা (সাংবাদিক) নিউজ কাভার করতে গেছে। পুলিশ তার ডিউটিতে ছিল। সাধারণ মানুষ তার কাজে যাচ্ছিল। এদের ওপর নৃশংস হামলা ক্ষেত্রবিশেষে বিএনপির ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের বর্বরতাকেও হার মানিয়েছে। অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’