বিএনপির সাথে আলোচনার প্রশ্নই আসে না : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করছে। তাদের সাথে আলোচনার প্রশ্নই আসে না।’
আজ সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘যারা বিচার ব্যবস্থার ওপর হামলা চালায়, যারা হাসপাতালে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, ভাঙচুর করে, যারা পুলিশ হত্যা করে, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। তাই বিএনপি এখন কোনো রাজনৈতিক দল নয়, তারেকের নেতৃত্বে বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করছে।’
আওয়ামী লীগ যে কারও সাথে আলোচনা করতে পারে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘যারা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে, যারা দেশের সংবিধান মানে, আইন ব্যবস্থাকে মানে, বিচার ব্যবস্থাকে মানে, তাদের সাথে আলোচনা হবে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা ২৮ অক্টোবর সারা দেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছিলাম। ঢাকা শহরে কমপক্ষে দেড় দুই লাখ মানুষের সমাবেশ হয়েছে আমাদের, সবাই আমাদের নেতাকর্মী। এতো উসকানির মধ্যেও আমাদের নেতাকর্মীরা কোনো উসকানিতে পা দেয়নি। বরং তারা আমাদের মহিলাকর্মী থেকে শুরু করে অনেককে মারধর করেছে, মহিলাদের কাপড় ধরে টানাটানি করেছে। এবং তারা দেড় কিলোমিটার দূরে এতো তাণ্ডব চালালেও আমাদের নেতাকর্মীরা কিন্তু সেখানে যায়নি। আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রেখেছি।’