নারায়ণগঞ্জে তিন পুলিশকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানের একটি হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
ইমরান খান বলেন, ‘ভোরে রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেল ঘিরে রাখে র্যাব। ওই হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তবে, ইমরান খান গ্রেপ্তারদের নাম জানাতে পারেননি। তিনি জানান, দ্রুত এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।