ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির
আগামী রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) এক ভার্চ্যুয়াল সভায় অবরোধের ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একইসঙ্গে হরতাল ও অবরোধে নিহতদের মাগফিরাত কামনায় কাল শুক্রবার জুমার নামাজের পর দোয়া করা হবে বলে জানান তিনি। এদিকে, এই সিদ্ধান্তে সংহতি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। তিনি যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান।
গত মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া দেশব্যাপী ৭২ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।
গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশ নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যায়। দলটির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার কারণে শান্তিপূর্ণ সমাবেশ শেষ করতে হয়েছিল এবং এটি ছিল পূর্বপরিকল্পিত। এর প্রতিবাদে পরদিন রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। হরতাল কর্মসূচি শেষে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর আজ ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল দলটি।