ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব শামসুল
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হককে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় আমিনুল হকসহ তিনজনকে গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) আট দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পল্টন থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ মিয়া আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। পরে আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।