আবহাওয়া যেমন থাকতে পারে তিন দিন
চলছে হেমন্ত। কয়েকদিন ভোর রাতে তাপমাত্রা দিনের তুলনায় কম অনুভূত হচ্ছে। এরইমধ্যে আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস এলো। সেখানে বলা হচ্ছে, আজ শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাস অনুযায়ী খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, আগামী তিন দিন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে, ৭২ ঘণ্টা পার হলে পরবর্তী দু’দিনে সারা দেশে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।’