উত্তরায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত তিন
রাজধানীর উত্তরায় পুলিশের গাড়িতে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আজ রোববার (৫ নভেম্বর) দুপুরের দিকে উত্তরার হাউজবিল্ডিং এলাকার এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম কাজী মো. হাসান। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের সহসভাপতি পদে ছিল বলে জানা গেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ককটেল বিস্ফোরণে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী মো. হাসানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’