রাজধানীতে অগ্নিসংযোগের ঘটনায় দুজন গ্রেপ্তার
রাজধানীর মুগদা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও তার সহযোগীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আমির হোসেন রকি (২৫) ও মো. সাকিব আরোহান (২১)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
সিটিটিসি জানায়, গতকাল রোববার (৫ নভেম্বর) কেরাণীগঞ্জের ঢাকা সেন্ট্রাল জেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুই বোতল পেট্রোল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আমির হোসেন রকি জানায়, সে সূত্রাপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ এক নেতার প্রত্যক্ষ নির্দেশনা ও আর্থিক সহযোগিতায় সে যাত্রীবাহী বাসে আগুন দেয়। প্রথম ধাপের বিএনপির ডাকা অবরোধে মুগদার বাইরেও আরও বেশ কয়েকটি অগ্নিসংযোগের ঘটনায় সে সরাসরি জড়িত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে শাহবাগ ও কোতোয়ালি থানায় আরও দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।