অপহরণ মামলায় আওয়ামী লীগনেতা গ্রেপ্তার
আশুলিয়ায় এক যুবককে মারধর করে অপহরণের মামলায় রাজু আহমেদ নামে এক আওয়ামী লীগনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ভোররাতে আশুলিয়ার গৌরীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
রাজু আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য এবং স্থানীয় রাজু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান।
সম্প্রতি আশুলিয়ার বাসাইদ এলাকা থেকে আসাদ নামের এক যুবককে তুলে নিয়ে মারধর করার অভিযোগে আশুলিয়া থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।
আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, ‘অপহৃত যুবককে উদ্ধারের চেষ্টা চলছে।’