যেমন থাকবে সারা দেশের আবহাওয়া
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে অধিদপ্তর।
এ ছাড়া মঙ্গলবার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাগেরহাট জেলার মোংলায়। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়।